• ঢাকা
  • |
  • সোমবার ৭ই আশ্বিন ১৪৩২ সন্ধ্যা ০৬:১৯:৪৫ (22-Sep-2025)
  • - ৩৩° সে:

লক্ষ্মীপুরে আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে হত্যা

২৩ সেপ্টেম্বর ২০২৪ দুপুর ১২:২৩:০২

সংবাদ ছবি

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে গিয়ে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তাদের হাত থেকে রেহাই পায়নি নিহতের স্ত্রী-সন্তানেরাও। হামলাকারীদের কয়েকজনকে শনাক্ত করেছে পরিবার। তাদের দাবি, হামলাকারীরা স্থানীয় সন্ত্রাসী এবং বিএনপির সমর্থক। তবে পুলিশ এখনও জানে না এই হত্যায় কারা জড়িত, কেন-ই বা ঘটেছে এই হত্যাকাণ্ড।  

২২ সেপ্টেম্বর রোববার রাত ৯টার দিকে জেলা সদরের চন্দ্রগঞ্জ ইউনিয়নের দুই নম্বর পাঁচপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

Ad
Ad

নিহতের নাম নুর আলম ওরফে নুরু। পেশায় দর্জি নুরু ওই গ্রামের কালা মিয়ার ছেলে এবং তিনি ওই ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

Ad

স্থানীয়রা জানান, নুরু রাজনীতির পাশাপাশি দর্জির কাজ করতেন। ৫ আগস্ট সরকার পতনের পর থেকে তিনি ব্যবসা বন্ধ করে বাড়িতে আত্মগোপনে ছিলেন। ঘটনার দিন রাত ৯টার দিকে আনোয়ার হোসেন নিকু ও দামা কালুর ভাই খোকনসহ ১৫/২০ জনের একদল সন্ত্রাসী তার বাড়িতে হামলা চালায়। এক পর্যায়ে তাকে পিটিয়ে গুরুতর আহত করে। এসময় বাধা দিতে গেলে স্ত্রী-সন্তানকেও পিটিয়ে আহত করা হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ছেলে আরিফ হোসেন বলেন, হামলাকারীদের কয়েকজনকে চিনতে পেরেছি। তারা বিএনপির সমর্থক ও স্থানীয় সন্ত্রাসী। বিচার চেয়ে ছেলে ও ভাই শাহ আলমের দাবি, আওয়ামী লীগের রাজনীতি করার কারণেই এই হত্যা।

সদর হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা. জয়নাল আবেদিন বলেন, হাসপাতালে আনার আগেই নুরু মারা গেছেন। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে। তবে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে যে, নুরুকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

চন্দ্রগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মফিজুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে এই হত্যায় কারা জড়িত বা কেন ঘটেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।  

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সংবাদ ছবি
শাপলা প্রতীক সরছি না, ১৫০ আসন পাবে এনসিপি
২২ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:০৯:০৬

সংবাদ ছবি
ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬৭৮
২২ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৫:৫২:১৭

সংবাদ ছবি
শিবচরে বৃদ্ধাকে গলা কেটে হত্যা
২২ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৫:৩৫:৩৩

সংবাদ ছবি
নারায়ণগঞ্জে ময়লার ভাগাড়ে এনআইডি কার্ড
২২ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৫:০৬:০৯

সংবাদ ছবি
আবারও ভোজ্যতেলের দাম লিটারে ১ টাকা বাড়ছে
২২ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৪:৫৭:২৪


সংবাদ ছবি
৩৩টি পানির ফিল্টার স্থাপন করলো জবি ছাত্র শিবির
২২ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৪:৩০:৫৫

সংবাদ ছবি
বিসিবি সভাপ‌তির চি‌ঠির কার্যকারিতা স্থগিত
২২ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৪:২৬:০১


সংবাদ ছবি
বেগমগঞ্জে প্রাইভেটকার পুকুরে পড়ে তরুণের মৃত্যু
২২ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৪:০৯:১৬


Follow Us