• ঢাকা
  • |
  • সোমবার ৭ই আশ্বিন ১৪৩২ বিকাল ০৫:১৩:৫৮ (22-Sep-2025)
  • - ৩৩° সে:

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যদের আল্পনায় নতুন সাজে দেশ

১৪ আগস্ট ২০২৪ সকাল ০৯:৩০:১৯

সংবাদ ছবি

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের শিবালয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি স্থাপনার দেয়ালে শোভা পাচ্ছে নানা রকম আল্পনা। বিভিন্ন প্রকার চিত্রাঙ্কনের মাধ্যমে নতুন সাজে সেজেছে রাস্তা থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠানের দেয়াল।

১৩ আগস্ট মঙ্গলবার উপজেলার বিভিন্ন জায়গা ঘুরে দেখা যায়, শিক্ষার্থীদের কারও হাতে লাঠি, কারও হাতে ঝাড়ু, কেউ আবার রং তুলি দিয়ে রঙিন করছেন দেয়াল।

Ad
Ad

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর আত্মগোপনে চলে যায় পুলিশও। এর পরই সারা দেশের মতো মানিকগঞ্জের শিবালয় উপজেলায়ও কিছুটা বেড়েছে অস্থিরতা ও বিশৃঙ্খলা। শৃঙ্খলা ফেরাতে গেল কদিন দিনরাত মাঠে অক্লান্ত পরিশ্রম করছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা।

Ad

লাঠি হাতে বিশৃঙ্খল শহরের ট্রাফিক নিয়ন্ত্রণ করেছেন তারা। ঝাড়ু হাতে পরিষ্কার-পরিচ্ছন্ন করছেন শহরের ময়লা। লুটপাট ঠেকাতে করা হচ্ছে মাইকিং। পুলিশের গুলিতে নিহত ছাত্র রফিককে চিত্রাঙ্কানের মাধ্যমে ফুটিয়ে রক্তিম দেয়াল নানা আল্পনায় ফুটিয়ে তুলছেন অনেকে।

শিবালয় সরকারি উচ্চ বিদ্যালেয়র সামনে দেখা যায়, ৬০/৭০ জন ছাত্রছাত্রীকে। এদের মধ্যে উল্লাস বলেন, গত মঙ্গলবার থেকে আমরা সড়কে কাজ করছি। ট্রাফিক নিয়ন্ত্রণসহ কেউ হেলমেট না পরলে তাদের ফিরিয়ে দেওয়া হচ্ছে। শুধু আরিচা ঘাট নয়, প্রত্যেকটি মোড়ে ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছে ছাত্ররা। তাদের এমন ব্যবস্থাপনায় খুশি সাধারণ মানুষ ও চালকরা।

চালকরা বলছেন, এই কয়েকদিন অনেক শান্তিতে আছি। কোনো বিশৃঙ্খলা নেই। পুলিশকেও চাঁদা দিতে হচ্ছে না।

উপজেলার পাটুরিয়া ঘাট এলাকায় দুপুরে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালাতে দেখা গেছে শিক্ষার্থীদের। হিরা নামে এক ছাত্র বলেন, শুধু পাটুরিয়া ঘাট নয়, উপজেলার প্রত্যেকটি মোড়ে, অলি-গলিতে শিক্ষার্থীদের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চলছে।

রোহান বলেন, আমরা প্রথম থেকেই উপজেলার বিভিন্ন এলাকায় গ্রাফিতি করছি। এই পর্যন্ত আমাদের সঙ্গে কী কী ঘটেছে সেগুলো তুলে আনা হয়েছে আল্পনায়। পাশাপাশি আমাদের বিভিন্ন শ্লোগানও দেয়ালে দেয়ালে শোভা পাচ্ছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিবালয় উপজেলার কর্মী তালহা বলেন, প্রতিটি এলাকায় ছাত্র-ছাত্রীরা কাজ করছেন। ছাত্ররা চাইলেই যে অনেক কিছু সম্ভব তা আবারও প্রমাণ হলো।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সংবাদ ছবি
নারায়ণগঞ্জে ময়লার ভাগাড়ে এনআইডি কার্ড
২২ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৫:০৬:০৯

সংবাদ ছবি
আবারও ভোজ্যতেলের দাম লিটারে ১ টাকা বাড়ছে
২২ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৪:৫৭:২৪


সংবাদ ছবি
৩৩টি পানির ফিল্টার স্থাপন করলো জবি ছাত্র শিবির
২২ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৪:৩০:৫৫

সংবাদ ছবি
বিসিবি সভাপ‌তির চি‌ঠির কার্যকারিতা স্থগিত
২২ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৪:২৬:০১


সংবাদ ছবি
বেগমগঞ্জে প্রাইভেটকার পুকুরে পড়ে তরুণের মৃত্যু
২২ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৪:০৯:১৬

সংবাদ ছবি
কাউনিয়ায় গৃহবধূ হত্যা, স্বামী গ্রেফতার
২২ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৩:৩৫:০৫




Follow Us