• ঢাকা
  • |
  • সোমবার ৭ই আশ্বিন ১৪৩২ দুপুর ০২:৩৮:০৪ (22-Sep-2025)
  • - ৩৩° সে:

শিবচরে অনিবন্ধিত হাসপাতাল সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত

১ ফেব্রুয়ারি ২০২৪ দুপুর ১২:১৩:৫১

সংবাদ ছবি

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি: মাদারীপুরের শিবচরে অভিযান চালিয়ে স্বাস্থ্য অধিদফতর অনিবন্ধিত ৫টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

২৯ জানুয়ারি সোমবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত স্বাস্থ্য অধিদফতর ও উপজেলা প্রশাসন যৌথভাবে জেলার শিবচর উপজেলার পাঁচ্চর ও পৌর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রিয়াজুর রহমান ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সেলিনা আক্তার এ অভিযানের নেতৃত্ব দেন। 

অভিযানকালে স্বাস্থ্য অধিদফতরের লাইসেন্স না থাকায় পাঁচ্চর এলাকার মেডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টার, শাহ নেসার (রহ.) হাসপাতাল অ্যান্ড ডায়াগনষ্টিক সেন্টার ও শিবচর পৌর এলাকার কলেজ রোডের শিবচর হেল্থ কেয়ার লি. মি. সিলগালা করে বন্ধ করে দেয় ভ্রাম্যমাণ আদালত।

Ad
Ad

এর আগে ২৫ জানুয়ারি একই উপজেলার দত্তপাড়ার সূর্য নগর বাজারের সূর্যনগর আল-মদিনা ডায়াগনষ্টিক সেন্টার ও সূর্য নগর খিদমা ডায়াগনষ্টিক সেন্টার সিলগালা করে দেয় ভ্রাম্যমাণ আদালত।

Ad

শিবচর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সেলিনা আক্তার বলেন, স্বাস্থ্য অধিদফতরের নির্দেশে সারা দেশের ন্যায় শিবচরেও আমাদের অভিযান চলছে। আমরা বারবার সতর্ক করার পরও যে সকল ক্লিনিক ও ডায়াগনষ্টিক সেন্টার নিবন্ধন করেনি সেগুলোকে সিলগালা করে দেয়া হচ্ছে।

শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রিয়াজুর রহমান বলেন, অভিযানকালে যে সকল ক্লিনিক ও ডায়াগনষ্টিক সেন্টার সিলগালা করে বন্ধ করা হয়েছে, তাদের স্বাস্থ্য অধিদফতরের কোন লাইসেন্স নেই। এমনকি স্বাস্থ্য অধিদফতরের নিবন্ধনের জন্য তারা অনলাইনে কোন আবেদনও করেনি। এছাড়া অন্যান্য কাগজপত্রেও ত্রুটি রয়েছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







সংবাদ ছবি
উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন নুরুল হক নুর
২২ সেপ্টেম্বর ২০২৫ দুপুর ১২:৩২:১৫





Follow Us