• ঢাকা
  • |
  • সোমবার ৬ই আশ্বিন ১৪৩২ ভোর ০৪:৫৭:০৯ (22-Sep-2025)
  • - ৩৩° সে:

নাটোরের নলডাঙ্গায় ক্ষতিগ্রস্ত রেলপথে ঝুঁকি নিয়ে চলছে ট্রেন

৩০ ডিসেম্বর ২০২৩ দুপুর ১২:২৫:৫৩

সংবাদ ছবি

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গায় রেল লাইনের প্রচুর কংক্রিট স্লিপার ক্ষতিগ্রস্ত ও শতশত ক্লিপ না থাকায় ঝুঁকি নিয়ে চলাচল করেছে ট্রেন। স্লিপারগুলো দ্রুত মেরামত ও ক্লিপ সংযোজন করা না হলে যেকোনো সময়ে বড় দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন রেলে কর্তব্যরত আনসার, রেলওয়ে কর্মচারী ও স্থানীয়রা।

Ad
Ad

এই রেললাইন দিয়ে প্রতিদিন আপ-ডাউন মেইল, আন্তঃনগরসহ ৩৪টি ট্রেন যাতায়াত করে।

Ad
Ad

সরেজমিন গিয়ে দেখা যায়, নলডাঙ্গা, মাধনগর, বাসুদেবপুরসহ বিভিন্ন স্থানে প্রচুর স্লিপার ভেঙ্গে গেছে, স্লিপারের ঢালাই ভেঙ্গে ভেতর থেকে তার বের হয়ে গেছে।

Ad

এদিকে রেলপথে নাশকতা রোধে নাটোরসহ বিভিন্ন এলাকায় দায়িত্ব পালন করেছেন আনসার সদস্যরা। তিন ভাগে ভাগ হয়ে দায়িত্ব পালন করছেন তারা। আনসার সদস্যরা নাটোর রেলপথের বিভিন্ন ব্রিজ ও রেল স্টেশনে টহল কাজ চালিয়ে যাচ্ছেন এবং রেলে টহলের সময় বিভিন্ন জয়েন্ট নিবিরভাবে পর্যবেক্ষণ করছেন এবং নিজেরাই নাটগুলো ঠিক করে দিচ্ছেন, বলে জানান কর্তব্যরত আনসার সদস্যরা।

ইতিমধ্যে, নাটোর রেলস্টেশনে নিরাপত্তা ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করেছে জেলা প্রশাসন, পুলিশ ও রেলওয়ে বিভাগ। এসময় নাটোরের জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা, পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম ও বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক শাহ সুফী নুর মোহাম্মদ প্রমুখ উপস্থিত ছিলেন।

রেলওয়ের বিভাগের মিস্ত্রি মাহমুদ আলী জানান, যেখানে যেখানে স্লিপার বেশি ভাঙ্গা, সেখানে অকেজো কিছু স্লিপার দিয়ে আপাতত কাজ করা হচ্ছে।

নলডাঙ্গা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা শাহ্ আলম জানান, উপজেলার বিভিন্ন স্থানে অনেক স্লিপার ভাঙ্গা, ক্লিপ নেই, নাট থাকলেও ঢিলা, যা খুবই ঝুঁকিপূর্ণ। সব তথ্য আমরা সংগ্রহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট প্রেরণ করেছি।

নাটোরের পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম বলেন, সব ধরনের নাশকতা রোধ ও রেলপথের নিরাপত্তা নিশ্চিতে আইন শৃঙ্খলা বাহিনী কাজ করে যাচ্ছে। নিরাপত্তা ব্যবস্থা সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available
Follow Us

সর্বশেষ সংবাদ

সংবাদ ছবি
রহস্যময় ডোবায় এবার মিলল কলেজ ছাত্রীর মরদেহ
২২ সেপ্টেম্বর ২০২৫ ভোর ০৪:৫৫:৩৬

সংবাদ ছবি
রহস্যময় ডোবায় এবার মিলল কলেজ ছাত্রীর মরদেহ
২২ সেপ্টেম্বর ২০২৫ ভোর ০৪:৫৪:৪৬








সংবাদ ছবি
দেশে শাওমির রেডমি-১৫ উন্মোচন
২১ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:০৫:০২