• ঢাকা
  • |
  • সোমবার ৭ই আশ্বিন ১৪৩২ দুপুর ০২:৫০:৩০ (22-Sep-2025)
  • - ৩৩° সে:

কুমিল্লায় হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন

১৩ আগস্ট ২০২৩ রাত ০৮:৫৮:৩৭

সংবাদ ছবি

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার বুড়িচংয়ে স্কুলছাত্র রমজান আলীকে (৮) হত্যার দায়ে ২ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাদের ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

১৩ আগস্ট রোববার বিকেলে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন এ রায় ঘোষণা করেন।

Ad
Ad

সাজাপ্রাপ্ত আসামিরা হলো, বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের নায়ায়ণসার গ্রামের মৃত সৈয়দ আব্বাসের ছেলে আইয়ুব আলী ও কুমিল্লা আদর্শ সদর উপজেলার লক্ষ্মীপুর গ্রামের আজাহারুল ইসলাম রিপন। মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় মাসুম ও রনি নামের ২ জনকে খালাস দেয়া হয়েছে।

Ad

ঘটনাটি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট জাকির হোসেন।

মামলা সূত্রে জানা যায়, ২০০৭ সালের ২ জুলাই হাবিল মিয়ার ছেলে রমজান আলী খেলাধুলার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। এ ঘটনায় বুড়িচং থানায় সাধারণ ডায়েরি করা হয়। ৩ জুলাই ক্যান্টনমেন্ট পাওয়ার হাউজের পাশে রমজানের গলাকাটা মরদেহ পাওয়া যায়। পরে অজ্ঞাত নম্বর থেকে ফোন করে জানানো হয় আইয়ুব আলী তাদের ৩ লাখ টাকা দিয়েছে রমজানকে হত্যার জন্য।

পরে, হাবিল মিয়া বাদী হয়ে আইয়ুব আলী ও মাসুমকে আসামি করে মামলা দায়ের করেন। পরবর্তীতে রনি ও আজহারুল ইসলাম রিপনকে এ মামলায় অন্তর্ভুক্ত করা হয়। ২০০৮ সালে মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে চার্জশিট দাখিল করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট জাকির হোসেন বলেন, হাবিল মিয়ার সঙ্গে আইয়ুব আলীর সম্পত্তি নিয়ে দ্বন্দ্বের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। তারা সম্পর্কে চাচাতো ভাই।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সংবাদ ছবি
নওগাঁয় ৩১ দফা বাস্তবায়নে ডাবলুর গণসংযোগ
২২ সেপ্টেম্বর ২০২৫ দুপুর ০২:৪২:৩৮







সংবাদ ছবি
উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন নুরুল হক নুর
২২ সেপ্টেম্বর ২০২৫ দুপুর ১২:৩২:১৫




Follow Us