• ঢাকা
  • |
  • সোমবার ৭ই আশ্বিন ১৪৩২ দুপুর ০২:০৬:৩৪ (22-Sep-2025)
  • - ৩৩° সে:

টানা বর্ষণে নাইক্ষ্যংছড়িতে পাহাড় ধসে একই পরিবারের ৪ জন আহত

৭ আগস্ট ২০২৩ সকাল ০৭:৫২:৫১

সংবাদ ছবি

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি: কয়েকদিনের টানা বর্ষণে বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে পাহাড় ধসে শিশুসহ ৪ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। নাইক্ষ্যংছড়ির বাইশারী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের করিমার ঝিরি এলাকায়  পাহাড় ধসে একই প‌রিবা‌রের শিশুসহ চার জন আহত হয়েছে।

৬ আগস্ট রোববার বিকা‌লে পাহাড় ধসের কার‌ণে এ ঘটনা ঘ‌টে।

Ad
Ad

আহতরা হ‌লো রোকসানা (২৪) তার মেয়ে আনিকা ( ৮), জেসমিন (৬) ও ছে‌লে শাহাজালাল (১.৫)। এদের মধ্যে  রোকসানা বেগমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার মেডিক‌্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Ad

টানা পাঁচ দিনের বর্ষণের ফলে বাইশারীর করিমার ঝিরি এলাকার জ‌সিম উদ্দি‌নের মা‌টির ঘর‌টি ভে‌ঙে প‌ড়ে আহত হয় একই প‌রিবারের চার জন। প‌রে তা‌দের উদ্ধার ক‌রে স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে নি‌য়ে যায় স্থানীয়রা।

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমেন শর্মা  জানান, বাইশারীতে পাহাড় ধসে একই পরিবারের শিশুসহ চারজন আহত হয়েছে বলে শু‌নে‌ছি। তা‌দের উদ্ধার ক‌রে হাসপাতা‌লে নি‌য়ে যাওয়া হ‌য়ে‌ছে। প্রাণহানির শঙ্কায় পাহাড়ের ঢালে বসবাসকারীদের ঝুঁকিপূর্ণ এলাকা ছেড়ে নিরাপদ আশ্রয়ে সরে যেতে প্রতি‌দিন মাইকিং করা হচ্ছে। তি‌নি আরও ব‌লেন, পাহাড়ে ঝুঁকিতে বসবাসকারীদের আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়াসহ যে‌কোনও দুর্যোগ মোকাবিলায় প্রশাসনের পক্ষ থেকে প্রস্তুতি নেওয়া হ‌য়ে‌ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সংবাদ ছবি
উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন নুরুল হক নুর
২২ সেপ্টেম্বর ২০২৫ দুপুর ১২:৩২:১৫







Follow Us