• ঢাকা
  • |
  • শুক্রবার ৪ঠা আশ্বিন ১৪৩২ রাত ১০:১৩:৩৯ (19-Sep-2025)
  • - ৩৩° সে:

বিএনপি

শেখ হাসিনাকে ভারত ছাড়া কোনো দেশ গ্রহণ করেনি: আলতাফ হোসেন চৌধুরী

১৫ সেপ্টেম্বর ২০২৫ সকাল ১১:৩০:২৭

সংবাদ ছবি

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি: বিএনপির ভাইস চেয়ারম্যান এবং সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী এয়ার ভাইস মার্শাল অব. আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, শেখ হাসিনা যখন পালিয়ে যায় কোনো দেশ তাকে গ্রহণ করেননি, ভারত করেছে।

১৪ সেপ্টেম্বর রোববার বেলা ১১টায় মির্জাগঞ্জ উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মতবিনিময় সভা এবং বিএনপির সদস্য ফরম বিতরণ ও নবায়ন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ভারতের স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার বক্তব্যে পরিষ্কার বলেছেন, ৭১-এর যুদ্ধ ছিল ভারত-পাকিস্তানের যুদ্ধ। তিনি কিন্তু একবারও বলেননি এটা আমাদের মুক্তিযুদ্ধ এবং বলবেই বা কেন, তারা চেয়েছিলেন পাকিস্তান ভাঙতে এবং ভাঙছেন, আমাদের স্বাধীনতার জন্য তারা এটা করেননি।

আলতাফ হোসেন চৌধুরী বলেন, শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়েছে, তাকে অফিস করে দিয়েছে, সেখানে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের নেতারা আছে। সেখানে র-এর লোক আছে। তাদের কাজ হলো সারাদিন তারা আলাপ-আলোচনা করে কীভাবে বাংলাদেশকে অস্থিতিশীল করা যায়। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







সংবাদ ছবি
বাংলার ‘টেসলায়’ অচল নারায়ণগঞ্জ শহর
১৯ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:০১:৩৭