• ঢাকা
  • |
  • সোমবার ৭ই আশ্বিন ১৪৩২ দুপুর ০২:০৬:৩৭ (22-Sep-2025)
  • - ৩৩° সে:

দৌলতখানে জমি নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ৬

৭ এপ্রিল ২০২৩ বিকাল ০৩:৪৪:১৩

সংবাদ ছবি

দৌলতখান (ভোলা) প্রতিনিধি: ভোলার দৌলতখানে জমি নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ কমপক্ষে  ৬ জন আহত হয়েছেন।

৭ এপ্রিল শুক্রবার সকাল ১০টায় উপজেলার চরখলিফা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে এ সংঘর্ষের ঘটনা ঘটে।  

Ad
Ad

আহতদের মধ্যে  আঃ কাদের (৩৫), বাহাউদ্দীন(৩০), আলামিন(৩২) ও রাকিব(২৩) দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  চিকিৎসাধীন আছেন। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।

Ad

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা  জানায়, একই বাড়ির  জয়নাল গং ও আলামিন গংদের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। শুক্রবার সকালে আলামিন গংরা জয়নাল গংদের ভোগদখলীয় জমি জোরপূর্বক দখল করতে যায়। এসময় জয়নালের স্ত্রী আম্বিয়া খাতুন ও ছেলে আঃ কাদের বাধা দিলে তাদের ওপর লাঠিসোঁটা নিয়ে হামলা করা হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে অন্তত ৬ জন আহত হয়।

আহত আঃ কাদের বলেন, আলামিন গংরা দলবলসহ আমাদের জমি দখল করতে যায়। এতে বাধা  দিলে হামলা করা হয়।

এ ব্যাপারে অভিযুক্ত আলামিনের সাথে যোগাযোগ করা হলে তিনি পাল্টা অভিযোগ করে বলেন, জয়নাল গংরা তাদের ভোগদখলীয় জমি জোরপূর্বক দখলে করতে চায়।

দৌলতখান থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সত্ত রঞ্জন বলেন, এ বিষয়ে  অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 
 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সংবাদ ছবি
উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন নুরুল হক নুর
২২ সেপ্টেম্বর ২০২৫ দুপুর ১২:৩২:১৫







Follow Us