• ঢাকা
  • |
  • সোমবার ৭ই আশ্বিন ১৪৩২ দুপুর ০২:০৫:৫৫ (22-Sep-2025)
  • - ৩৩° সে:

বঙ্গবন্ধুর জন্মদিনে বোরহানউদ্দিনে ডা. রাজের ফ্রি মেডিকেল ক্যাম্প

১৮ মার্চ ২০২৩ সকাল ১১:৫০:১৯

সংবাদ ছবি

রোমানুল ইসলাম সোহেব, দৌলতখান (ভোলা) : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ভোলার বোরহানউদ্দিনে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ইউছুপ হোসেন হুমায়ুনের জ্যেষ্ঠ পুত্র ঢাকার স্কয়ার হসপিটালের সিনিয়র কনসালটেন্ট ও শিশু বিভাগের প্রধান প্রফেসর ডাঃ আফতাব ইউসুফ রাজ এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করেন।

১৭ মার্চ শুক্রবার বোরহানউদ্দিন পৌরসভার জনকল্যাণ ডায়াগনস্টিক অ্যান্ড ফিজিওথেরাপি সেন্টারে অনুষ্ঠিত মেডিকেল ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসকগণ রোগী দেখেন। মেডিকেল ক্যাম্পে গ্রাম-গঞ্জের কয়েকশ’ অসহায় মানুষ চিকিৎসা নিয়েছেন।

Ad
Ad

ফ্রি চিকিৎসা নিতে আসা রোগীরা জানায়, ঢাকায় গিয়ে বিশেষজ্ঞ ডাক্তারের চিকিৎসা সেবা নেওয়া তাদের পক্ষে সম্ভব নয়। মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ পেয়ে রোগীরা উপকৃত হয়েছেন।

Ad

বোরহানউদ্দিনের  দরুন বাজার এলাকা থেকে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা নিতে আসেন রুবিনা বেগম। তিনি বলেন, তার শিশু কন্যা সাবরিয়া ঠাণ্ডাজনিত রোগে আক্রান্ত। অর্থের অভাবে বিশেষজ্ঞ ডাক্তার দেখাতে পারেননি। লোকমুখে শুনে বিনামূল্যে বিশেষজ্ঞ  চিকিৎসকের সেবা নিতে  এখানে এসেছেন ।

অপর রোগীর অভিভাবক তানিয়া বেগম বলেন, আমি ১৬ মাস বয়সের শিশু তোহামনি শ্বাসকষ্টসহ নানা রোগে ভুগছে। ফ্রি মেডিকেল ক্যাম্পে বিশেষজ্ঞ ডাক্তার এসেছেন খবর পেয়ে সেবা নিতে এসেছি।

এমন কার্যক্রম ভবিষ্যতে  অব্যাহত থাকলে এলাকার গরীব ও অসহায় মানুষ উপকৃত হবে বলে জানায় ফি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিতে আসা রোগীরা।

প্রফেসর ডা. আফতাব ইউসুফ রাজ  বলেন, ‘ছোটবেলা থেকে  মানুষের সেবা করা আমার স্বপ্ন ছিল। দীর্ঘদিন ধরে দৌলতখান ও বোরহানউদ্দিনের মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি। করোনাকালেও মানুষের সেবা দিয়েছি। এ কার্যক্রমে অনুপ্রাণিত হয়ে এখানে ৩জন বিশেষজ্ঞ ডাক্তার ফি চিকিৎসা দিতে এসেছেন।  ভবিষ্যতে এ কার্যক্রম অব্যাহত থাকবে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সংবাদ ছবি
উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন নুরুল হক নুর
২২ সেপ্টেম্বর ২০২৫ দুপুর ১২:৩২:১৫







Follow Us