• ঢাকা
  • |
  • সোমবার ৭ই আশ্বিন ১৪৩২ দুপুর ০২:৩২:০০ (22-Sep-2025)
  • - ৩৩° সে:

কুমিল্লায় বিদেশি পিস্তলসহ আটক ৩

৯ মে ২০২৪ সন্ধ্যা ০৭:৫৪:৪১

সংবাদ ছবি

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা সদরে বিদেশি পিস্তল ও ১টি মোটরসাইকেলসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। ৮ মে বুধবার রাতে ২নং দুর্গাপুর উত্তর ইউনিয়নের আড়াইওরা ভোলানগর গ্রামে রাস্তার উপর চেকপোস্ট বসিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলো, কুমিল্লা কোতোয়ালি থানার আড়াইওরা এলাকার আব্দুল আউয়ালের ছেলে মো. মোজাম্মেল (২৯), বুড়িচং উপজেলার মোকাম গ্রামের ইয়াসিন মিয়ার ছেলে ওমর ফারুক (৩২) ও একই গ্রামে তাজুল ইসলামের ছেলে সোহাগ (৩০)।

Ad
Ad

বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মো. ফিরোজ হোসেন।

Ad

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে ভোলানগর গ্রামে রাস্তার উপর অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। এ সময় রাস্তার উত্তর দিক থেকে আসা একটি মোটরসাইকেলে তিনজন ব্যক্তিকে দেখে সন্দেহ হলে তাদের আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন ও ২ রাউন্ড গুলি এবং একটি মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সংবাদ ছবি
উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন নুরুল হক নুর
২২ সেপ্টেম্বর ২০২৫ দুপুর ১২:৩২:১৫






Follow Us