• ঢাকা
  • |
  • সোমবার ৬ই আশ্বিন ১৪৩২ ভোর ০৪:২৪:০৫ (22-Sep-2025)
  • - ৩৩° সে:

আশুলিয়ায় পৃথক অভিযানে দেশীয় অস্ত্রসহ ৮ ডাকাত আটক

৮ ফেব্রুয়ারি ২০২৪ সন্ধ্যা ০৬:০৯:৪২

সংবাদ ছবি

স্টাফ রিপোর্টার, সাভার: সাভারের আশুলিয়ায় পৃথক অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে ৮ জনকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল, প্রাইভেটকার ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

Ad
Ad

৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে গ্রেফতারদের ৭ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়। এর আগে, বুধবার আশুলিয়ার জামগড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

Ad
Ad

আটকরা হলো, জিসান মন্ডল (২৪), রাজু আহম্মেদ (২৪), আব্দুল মমিন (২৫), নয়ন ইসলাম (২৩) ও সৈনিক ইসলাম শাহীন (২৮)। তারা সবাই আশুলিয়ার বিভিন্ন এলাকায় ভাড়া বাসায় থাকে। তাদের মধ্যে জিসানের নামে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Ad

তাদের কাছ থেকে ১টি মোটরসাইকেল, ১টি প্রাইভেট কারসহ ২টি ছ্যান দা, ১টি চাইনিজ কুড়াল, ১টি সুইচ গিয়ার ও ১টি লাঠি উদ্ধার করেছে পুলিশ।  

এদিকে, আশুলিয়ার কুটুরিয়া এলাকায় পৃথক অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে আরও ৩ জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

আটকরা হলো, মাসুম (২৮), মেহেদী (২৫) ও বাহাদুর (৪১)। তাদের কাছ থেকে ১টি  গ্রীল কাটার মেশিন, ১টি রেঞ্চ, ১টি সুইচ গিয়ার উদ্ধার করে জব্দ করা হয়েছে। আটকদের ৭ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়।

এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) অমিতাভ চৌধুরি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার জামগড়া এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় সাউথ বেঙ্গল সিএনজি ফিলিং স্টেশনের সামনে একটি সন্দেহভাজন প্রাইভেটকারের যাত্রীদের জিজ্ঞাসাবাদ করতে গেলে তারা পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া দিয়ে প্রাইভেটকারসহ ৩ জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে রাম দা, ছুড়িসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পরবর্তীতে তাদের দেয়া তথ্যমতে অভিযান চালিয়ে আরও ২ জনকে আটক করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available
Follow Us

সর্বশেষ সংবাদ








সংবাদ ছবি
দেশে শাওমির রেডমি-১৫ উন্মোচন
২১ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:০৫:০২

সংবাদ ছবি
ভৈরবে ১০২ কেজি গাঁজা উদ্ধার
২১ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৫:৪৩:৩৪

সংবাদ ছবি
ডেঙ্গুতে ১২ জনের মৃত্যু, হাসপাতালে ৭৪০
২১ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৫:২৭:৩১