• ঢাকা
  • |
  • সোমবার ৬ই আশ্বিন ১৪৩২ ভোর ০৪:২৪:০৯ (22-Sep-2025)
  • - ৩৩° সে:

ওসমানী মেডিক্যালের নামে ছড়িয়ে পড়েছে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি

৬ ফেব্রুয়ারি ২০২৪ সকাল ১১:২৪:০৬

সংবাদ ছবি

সিলেট প্রতিনিধি: সিলেটে আবারও এমএজি ওসমানী মেডিক্যালে হাসপাতাল ও মেডিকেল কলেজের ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি অনলাইনে ছড়িয়েছে। এ ঘটনায় হাসপাতাল ও মেডিকেল কলেজ কর্তৃপক্ষ থানায় পৃথক সাধারণ ডায়েরি করেছে।

Ad
Ad

৫ ফেব্রুয়ারি সোমবার সিলেট কোতোয়াল মডেল থানায় এ ডায়েরি করেন সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজের সচিব (অতিরিক্ত দায়িত্ব) মামুনুর রশিদ।

Ad
Ad

জিডিতে তিনি উল্লেখ করেন, গত ১ ফেব্রুয়ারি দৈনিক প্রথম আলো পত্রিকার লোগো ব্যবহার করে অনলাইনে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের নাম, অধ্যক্ষের নাম ও স্বাক্ষর উল্লেখ করে একটি ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশকারীকে খুঁজে বের করে শাস্তির আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মেডিকেল কর্তৃপক্ষ অনুরোধ জানাচ্ছে।

Ad

জানা যায়, গত বছরের ডিসেম্বরের প্রথম দিকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নামে একটি নিয়োগ বিজ্ঞপ্তি অনলাইনে ছড়িয়ে পড়ে। ছড়িয়ে পড়া ওই বিজ্ঞপ্তিতে প্রথম সারির জাতীয় দৈনিক পত্রিকার লোগো যুক্ত করা দেওয়া হয়েছিল। এবারও একই কায়দা এম এ জি ওসমানী মেডিকেল কলেজের নামে নিয়োগ বিজ্ঞপ্তি ছড়ানো হয়েছে।

এর আগে গত নভেম্বরে ফেসবুকে ‘সিলেট জবস’ নামের একটি গ্রুপে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ওই ঘটনায় গত ১৫ নভেম্বর জিডি করেছিল হাসপাতাল কর্তৃপক্ষ।

এ ব্যাপারে সিলেট কোতোয়ালী থানার পরিদর্শক (তদন্ত) সুমন কুমার চৌধুরী বলেন, সাধারণ ডায়েরির বিষয়টি তদন্ত করে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা করা হচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available
Follow Us

সর্বশেষ সংবাদ








সংবাদ ছবি
দেশে শাওমির রেডমি-১৫ উন্মোচন
২১ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:০৫:০২

সংবাদ ছবি
ভৈরবে ১০২ কেজি গাঁজা উদ্ধার
২১ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৫:৪৩:৩৪

সংবাদ ছবি
ডেঙ্গুতে ১২ জনের মৃত্যু, হাসপাতালে ৭৪০
২১ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৫:২৭:৩১