• ঢাকা
  • |
  • সোমবার ৭ই আশ্বিন ১৪৩২ দুপুর ০১:৩৫:৪৩ (22-Sep-2025)
  • - ৩৩° সে:

ভোলায় বিজয় দিবস উপলক্ষে ১০০ মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা

১৫ ডিসেম্বর ২০২৩ রাত ০৯:৩৬:০৩

সংবাদ ছবি

ভোলা প্রতিনিধি: ভোলায় মহান বিজয় দিবস উপলক্ষে ১০০ জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

১৫ ডিসেম্বর শুক্রবার সকালে জেলা পরিষদ অডিটোরিয়ামে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে জেলা পরিষদ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আরিফুজ্জামান।

এসময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. কামাল হোসেনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ভোলা জেলা পুলিশ সুপার  মো. মাহিদুজ্জামান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোশারফ হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্র শীল, মুক্তিযোদ্ধা সংসদ ভোলার সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা দোস্ত মাহমুদ, জেলা পরিষদের প্যানেল  চেয়ারম্যান নজরুল ইসলাম গোলদার, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. শফিকুল ইসলাম প্রমুখ।

Ad
Ad

সভায় বক্তারা মহান মুক্তিযোদ্ধে মুক্তিযুদ্ধাদের বীরত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরে তাদেরকে জাতির শ্রেষ্ঠ সন্তান বলে উল্লেখ করেন। তাদের থেকে দেশ প্রেমের শিক্ষা নিয়ে তরুণ প্রজন্মকে দেশ গড়ার কাজে নিজেদের নিয়োজিত করারও আহ্বান জানান। 

Ad
Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




সংবাদ ছবি
উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন নুরুল হক নুর
২২ সেপ্টেম্বর ২০২৫ দুপুর ১২:৩২:১৫








Follow Us