• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২রা আশ্বিন ১৪৩২ ভোর ০৪:৩৪:২০ (18-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

কক্সবাজারে সশস্ত্র বাহিনী দিবস পালিত

২২ নভেম্বর ২০২৪ সকাল ০৯:০৫:১৭

সংবাদ ছবি

কক্সবাজার প্রতিনিধি: প্রতি বছরের ন্যায় এবারেও যথাযথ মর্যাদায় ও  মনোমুগ্ধকর সংবর্ধনা অনুষ্ঠানের মধ্য দিয়ে কক্সবাজারে পালিত হয়েছে সশস্ত্র বাহিনী দিবস। ২১ নভেম্বর বৃহস্পতিবার রামু সেনানিবাসে এই দিবস পালিত হয়।

অনুষ্ঠানে আগত মুক্তিযোদ্ধাসহ সকল গণ্যমান্য অতিথিদের অভ্যর্থনা জানান জেনারেল অফিসার কমান্ডিং ১০ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার কক্সবাজার এরিয়া মেজর জেনারেল মোহাম্মদ আসাদুল্লাহ মিনহাজুল আলম।

এসময় প্রধান অতিথি উপস্থিত সকলের উদ্দেশ্যে স্বাগত ভাষণে মুক্তিযুদ্ধে কক্সবাজার অঞ্চলের মানুষের অসীম সাহসিকতা, সহযোগিতা এবং বীরত্বপূর্ণ অবদানের ভূয়সী প্রশংসা করেন। এছাড়া কক্সবাজার অঞ্চলের বীর মুক্তিযোদ্ধাসহ সকল বীর শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান এবং আগত সকল মুক্তিযোদ্ধা, শহিদ পরিবারের সদস্যবৃন্দ ও আমন্ত্রিত অতিথিবৃন্দকে ধন্যবাদ জানান।

তিনি আরও বলেন, পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সশস্ত্র বাহিনী দেশের প্রতিটি ক্রান্তিলগ্নে মানুষের পাশে দাঁড়িয়েছে। একই সাথে জাতীয় পর্যায়ে যে কোনো দুর্যোগ মোকাবিলা, পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাস দমন, বেসামরিক প্রশাসনকে সহায়তা এবং বিভিন্ন দেশগঠনমূলক কর্মকাণ্ডে সশস্ত্র বাহিনীর অবদান তুলে ধরেন তিনি। সেই সাথে তিনি সশস্ত্র বাহিনীর সদস্যদের জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার মাধ্যমে আন্তর্জাতিক পরিমন্ডলে দেশের ভাবমর্যাদা উজ্জ্বল করার বিষয়ে আলোকপাত করেন।

১৯৭১ সলের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে স্বাধীনতা যুদ্ধের গতিকে ত্বরান্বিত করতে সম্মিলিত আক্রমণ সূচিত হয়। এর ধারাবাহিকতায় ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর অর্জিত হয় স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বীর মুক্তিযোদ্ধাগণ, শহীদ পরিবারের সদস্যবৃন্দ, সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ, সশস্ত্র বাহিনীর প্রাক্তন সদস্যগণ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সংবাদ ছবি
সৈয়দপুরে মিনি বার ও ফুটবল বিতরণ
১৭ সেপ্টেম্বর ২০২৫ রাত ০৯:১৪:২১

সংবাদ ছবি
রোববার পর্যন্ত যেমন থাকবে আবহাওয়া
১৭ সেপ্টেম্বর ২০২৫ রাত ০৮:০৫:২৬

সংবাদ ছবি
কালিয়াকৈরের কিশোর গ্যাং ‘পিচ্চি আকাশ গ্রেফতার
১৭ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৫০:১৬

সংবাদ ছবি
ডেঙ্গুতে একদিনে আরও ৫ মৃত্যু, হাসপাতালে ৬২২
১৭ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:২৩:১৫

সংবাদ ছবি
শেখ হাসিনা ও তার পরিবারের কেউ ভোট দিতে পারবেন না: ইসি
১৭ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:০৭:৪৭

সংবাদ ছবি
বাংলাদেশকে জাতিসংঘের চিঠি
১৭ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৫:৪৮:২৫